সাবালেঙ্কাকে থামিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ক্যারোলিনা

বিটিসি স্পোর্টস ডেস্ক: র‍্যাঙ্কিংয়ে দুজনের ব্যবধান অনেক। স্বাভাবিকভাবে ৪৩নম্বরে থাকা ক্যারোলিনা মুচোভা থেকে পরিষ্কার ফেভারিট ছিলেন দ্বিতীয় বাছাই আরিনা সাবালেঙ্কা। কিন্তু টেনিস কোর্টে সব পরিসংখ্যান ভুল প্রমাণ করলেন ক্যারোলিনা। সাবালেঙ্কার যাত্রা থামিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পা রাখলেন চেক রিপাকলিকের ক্যারোলিনা।
গতকাল বৃহস্পতিবার প্যারিসের রোঁলা গাঁরোতে সেমিফাইনালে সাবালেঙ্কাকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ৭-৫ গেমে হারান ক্যারোলিনা।
তবে পুরো ম্যাচ জুড়ে লড়াই হয় হাড্ডাহাড্ডি। প্রথম দুই সেটের ফল আসে টাইব্রেকারে। তৃতীয় সেটও সেইদিকে গড়াচ্ছিল। তবে শেষ পর্যন্ত সাবালেঙ্কার প্রতিরোধ ভেঙে জয়ের উচ্ছ্বাসে ভাসেন ক্যারোলিনা।
জয়ের পর ক্যারোলিনা বলেছেন, ‘আমি আসলেই জানি না কি ঘটে গেল। এটা অবিশ্বাস্য। লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম আমি এবং এটা কাজে দিল। ভীষণ খুশি আমি।’
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে আগামী শনিবার শক্ত প্রতিপক্ষ ইগা সিওনতেকের মুখোমুখি হবেন ক্যারোলিনা।
নারী এককের আরেক সেমিফাইনালে চতুর্দশ বাছাই ব্রাজিলের বিয়াত্রিজ আদাজ মায়াকে ৬-২, ৭-৬ (৯-৭) গেমে হারিয়েছেন পোল্যান্ডের শীর্ষ বাছাই সিওনতেক। যিনি ফরাসি ওপেনের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.