সাবমেরিন ইস্যুতে ফ্রান্সের পাশে ইইউ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার ত্রিপক্ষীয় চুক্তিতে ক্ষুব্ধ ফরাসিদের পাশে দাঁড়াচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, আমাদেরও কিছু বিষয় জানার আছে। কিছু প্রশ্ন আছে, যার উত্তর পাওয়া দরকার। আমাদের এক সদস্য দেশের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। আমরা জানতে চাই কী হয়েছিল, কেন এটা হলো?
গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এসব জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে। প্রতিবেদনে বলা হয়, ইইউ’র অন্যতম প্রধান কূটনীতিক জোসেপ বোরেল বলেছেন, নিউইয়র্কে এক বৈঠকে ফ্রান্সের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা।
ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মাইকেল বলেছেন, তিন দেশের বিশেষ নিরাপত্তা চুক্তি ও সাবমেরিন ইস্যুতে সৃষ্ট টানাপোড়েনের উত্তর খুঁজছে তার সংস্থা। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসের ব্যাপারে মিত্র দেশগুলোর নিশ্চিত হওয়া প্রয়োজন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.