BTC News | বিটিসি নিউজ

সাবমেরিনে করে মাদক পাচার, ধ্বংসের দাবি ট্রাম্পের

সাবমেরিনে করে মাদক পাচার, ধ্বংসের দাবি ট্রাম্পের
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ক্যারিবিয়ান সাগরে একটি মাদকবাহী সাবমেরিন ধ্বংস করেছে মার্কিন বাহিনী। সাবমেরিনটি পরিচিত মাদকপাচার রুট ধরে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। অভিযানে চার সদস্যের মধ্যে দুজন নিহত হয়েছেন, বেঁচে থাকা দুইজনকে তাদের নিজ নিজ দেশ কলম্বিয়া ও ইকুয়েডরে ফেরত পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে, ওই নৌযানে মূলত ফেন্টানিল ও অন্যান্য অবৈধ মাদক ছিল।’ ট্রাম্প দাবি করেন, সাবমেরিনটিতে চারজন ‘পরিচিত নারকোটেররিস্ট’ ছিল।
তিনি বলেন, ‘নৌযানটিতে চারজন নারকোটেররিস্ট ছিল। তাদের মধ্যে দুজন নিহত হয়েছে।’ তবে অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
গত বৃহস্পতিবার বিমান হামলায় সাবমেরিনে থাকা দুই বেঁচে যাওয়া সদস্যকে হেলিকপ্টারে উদ্ধার করে একটি মার্কিন নৌযানে নেওয়া হয়। পরে তারা তাদের দেশে ফেরত পাঠানো হয়। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, উদ্ধার হওয়া কলম্বিয়ার নাগরিককে আইনের আওতায় বিচার করা হবে।
ট্রাম্প প্রশাসনের তথ্য অনুযায়ী, এর আগে ক্যারিবিয়ান অঞ্চলে মাদকবাহী নৌযান লক্ষ্য করে পরিচালিত হামলায় ২৭ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক মহলে এসব সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন বেড়ে ৬৫০০ সেনা, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, এফ-৩৫ যুদ্ধবিমান ও একটি পারমাণবিক সাবমেরিন রয়েছে।
এছাড়া, ট্রাম্প জানান, সিআইএ-কে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব অভিযানের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, এগুলো দেশীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বকশীগঞ্জে নিখোঁজের পরদিন ধান ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার  রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার-১১ বিশেষ কাজে বিশেষ মানুষদের জন্য উপাত্ত বেশি জরুরি – পরিসংখ্যান দিবসে বিভাগীয় কমিশনার রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মরন্নোত্তর চেক বিতরণ আসছে রাজশাহী বিভাগীয় বইমেলা: বাড়ছে সময় ও পরিসর রাজশাহী’র গোদাগাড়ী সীমান্ত হতে ভারতীয় মদ আটক পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা ইসলামপুরে শরীরে প্রাণীদের মত লোম নিয়ে তিনটি পরিবারের মানবেতর জীবন-যাপন ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখবে এলাচ বিনামূল্যে জেমিনি প্রো ব্যবহারের সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা