সাবমারসিবল পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক নির্মাণ শ্রমিক নিহত

বিশেষ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সাবমারসিবল পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩০), নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, আজ বুধবার (২৯শে এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার পশু হাসপাতাল লাগোয়া একটি নির্মানাধীন বিল্ডিংএ পানি দেয়ার জন্য একাকি সাবমারসিবল পাম্পে সংযোগ দিতে গেলে অসাবধাণতা বশত সে বদ্যুতিক শক্ খায় এবং বৈদ্যুতিক তারে জাড়িয়ে পড়ে। সেই সময় স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে সাথে সাথে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরিক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

নিহত নির্মাণ শ্রমিকের নাম মোঃ জাহাঙ্গীর আলম সে সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমূলডাঙ্গা (রামাশ্রম) গ্রামের রমজান আলীর ছেলে বলে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গিয়েছে।

এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন এই ঘটনার সত্যতা বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করেছেন। সেই সাথে সাপাহার থানা পুলিশ উক্ত ঘটনাস্থলটি পরিদর্শন করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.