সান্তাহার স্টেশন হয়ে ৬৯দিন পর পুনরায় আন্ত:নগর দুটি ট্রেনের যাত্রা শুরু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: করোনাভাইরাস সংক্রমনে সরকারি ভাবে ট্রেন চলাচল বন্ধ থকার দীর্ঘ ৬৯ দিন পর সামাজিক দূরত্ব বজায় রেখে ও অর্ধেক যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্ত:নগর পঞ্চগড়-ঢাকা ও লালমনিরহাট থেকে ছেড়ে আসা আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি যাত্রা শুরু করেছে।

আজ রোববার দুপুর থেকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে উপড় দিয়ে যাত্রা বিরতি ও যাত্রী নিয়ে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়।

আদমদীঘির সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আজ রোববার দুপুরে আন্ত:নগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে সান্তাহার স্টেশনে ১৫ মিনিট যাত্রা বিরতি করে দুপুর ২টায় ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়।

এতে আসন রাখা হয়েছে আগের চেয়ে অর্ধেক। প্রথমদিন ২৩টি টিকিট অনলাইনে বিক্রি হয়।

অপরদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি বিকেল যাত্রা বিরতি করে ৫টা ১০ মিনিটে ঢাকার উদ্যেশ্যে ছেড়ে যায়। স্টেশনের প্লাটফরমে প্রবেশ কিংবা ট্রেনের উপড় মাস্ক ব্যবহারসহ এক বগি থেকে অপর বগিতে বিচরণ করতে পারবেন না কোন যাত্রী সাধারণ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.