সান্তাহার স্টেশনে চুরি ও মারামারি ঘটনায় একজনের জেল জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: চুরি ও মারামারি সংক্রান্ত ঘটনায় আটক জামাল হোসেন বিপ্লব (৩৫) নামের এক ব্যক্তিকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়। জামাল হোসেন বিপ্লব নওগাঁ সদরের বাবলাতলা এলাকার তোরাব হোসেনের ছেলে।
গতকাল মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যা ৭ টায় আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম জানায়, গতকাল মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় জামাল হোসেন নামের ওই ব্যক্তি সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩নং প্লাটফরমের ওভার বিজ্রের নীচে চুরি করে অপর জনৈক ব্যক্তির সাথে মারামারি করার সময় তাকে আটক করা হয়। এরপর তাকে ভ্রাম্যমান আদারতে হাজির করা হলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় জামাল হোসেন বিপ্লকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা জরিমানা করেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.