সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের বেগম খালেদা জিয়া জন্মবার্ষিকী পালন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জম্মবাষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপন কমসুচী পালিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) বেলা ১২ টায় সান্তাহার সরকারি কলেজ চত্বরে দোয়া মাহফিল, বৃক্ষরোপন কর্মসূচী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সান্তাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারজানা জান্নাতুন ফেরদৌসীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন. বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, মাহমুদুল আলম, জাকিরুল ইসলাম জুয়েল, মানিক হোসেন, সাব্বির আহমেদ লিয়ন, সাইফুল ইসলাম খোকন, আশফাকুল ইসলাম পাভেল, মনিরুল ইসলাম রতন, জহির রায়হান শুভ প্রমুখ নেতৃবর্গ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া এবং কলেজ চত্বরে বৃক্ষরোপন করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.