সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজে গণিত ও বিজ্ঞান ক্লাবের উদ্বোধন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘি উপজেলার সান্তাহার বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম (মঞ্জু) গণিত ও বিজ্ঞান ক্লাব উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ) বেলা ১২টায় কলেজের অধ্যক্ষ একেএম আসাদুল হকের সভাপতিত্বে ক্লাবের উদ্বোধন করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম রবীনের সঞ্চলনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, আদমদীঘি উপজেলা ভাইস-চেয়ারম্যান মাহমুদুর রহমান, চিকিৎসক হামিদুর রহমান রানা, শরীরচর্চা শিক্ষক আল আমিন বাবু, শিক্ষক দিলীপ কুমার, শাহানাজ পারভীন প্রমুখ। কলেজের অধ্যক্ষ আসাদুল হক জানান, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলামের ছেলে আমেরিকা প্রবাসী শরীফ আহসান তানভীরের উদ্যেগে এই গণিত ও বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে এলাকার শিক্ষার্থীদের গণীতে পারদর্শী ও বিজ্ঞানমুখী করার লক্ষ্য তিনি সার্বিক সহয়তা করছেন।
আগামীতে উত্তরাঞ্চলেন বগুড়া, নওগাঁ,নাটোর ও জয়পুরহাট এই চার জেলায় ক্লাবের পরিধি বিস্তার করা হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.