সান্তাহার রেলওয়ে পুলিশের ২০ দিনে ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পলিশ (জিআরপি) গত ২০ দিনে আন্ত:নগর ট্রেনে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে মালিক বিহীন ৬২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছেন। সম্প্রতি সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপারের নির্দেশে সান্তাহার জিআরপি থানা পুলিশ এসব ফেনসিডিল উদ্ধার করেন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মনছের আলীর নেতৃত্বে উপ-পরিদর্শক মোস্তফা কামাল ও নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ করোনা সংক্রমনের মাঝেও ঢাকা ও পঞ্চগড়গামী আন্ত:নগর ট্রেনসহ বিভিন্ন ট্রেনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। তারা গত ১৭ জুলাই ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ওজু খানার পাশ থেকে মালিক বিহীন ১৭ বোতল ফেনসিডিল, ২৮ জুলাই একই ট্রেনে ট্রাভেল ব্যাগসহ ৩০ বোতল ও ৫ আগষ্ট ওই একই ট্রেনের একটি বগির বাঙ্কারের উপড় থেকে মালিক বিহীন আরও ১৫ বোতলসহ ২০ দিনে মোট ৬২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

এসময় ফেনসিডিল বহনকারি কোন আসামী চিহিৃত বা গ্রেফতার করতে পারেনি। এসব ঘটনায় সান্তাহার জিআরপি থানায় পৃথক পৃথক মামলা হয়েছে বলে পুলিশ জানায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.