সান্তাহার রেলওয়ে থানায় মোবাইল ছিনতাই চেষ্টা ও চুরি ঘটনায় দুইজন গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় ও চুরি সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ও শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার গাবতলী উপজেলার তেলিহাট সুখানপুকুর এলাকার জয়নাল মন্ডলের ছেলে শুভ ইসলাম ওরফে নয়ন (২৫) ও গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বামনহাজরা গ্রামের মতিয়ার রহমানের ছেলে রাসেল (২৫)। এ ব্যাপরে সান্তাহার রেলওয়ে থানায় মামা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম সাংবাদিকদের জানায়, ১৯ মে বৃহস্পতিবার বিকেলে বগুড়া স্টেশনে দিনাজপুর গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় শুভ ইসলাম ওরয়ে নয়নকে গ্রেফতার ও পরদিন আজ শুক্রবার (২০ মে) একই স্থান থেকে চোর সন্দেহের রাসেলকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার (২০ মে) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.