সান্তাহার রেলওয়ে রেষ্ট হাউজে অজ্ঞাত ব্যাক্তির লাশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার থেকে অজ্ঞাত নামা (৪৬) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। সোমবার (২৪ জুন) বিকেল ৬টায় সান্তাহার চা-বাগান রেলওয়ে রেষ্ট হাউজের সামনে থেকে এ লাশ উদ্ধার করা হয়। লাশের পড়নে কালো টাউজার ও মাজায় লাল রংয়ের চেক গামছা পেছানো ছিল।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে সান্তাহার রেলওয়ে রেষ্ট হাউজের সামনে একটি পরিত্যক্ত স্থানে জনতা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর অজ্ঞাত ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারন জানতে তদন্ত চলছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.