সান্তাহার বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হকের ৪৪তম সাহাদত বার্ষিকী পালিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার শহীদ বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হকের ৪৪তম সাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। রোববার তার নামে স্থাপিত শহীদ বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক কলেজ মিলনায়তনে স্বরণ সভা ও মিলাদ মাফিলের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্বে) একেএম আসাদুল হকের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তব্য রাখেন, কলেজ পরি চালনা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্ঝল হোসেন, সহকারি অধ্যাপক ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার সাংবাদিক রবিউল ইসলাম রবীন, মাসুদ রানা, রুস্তম আলী, শরীর চর্চা শিক্ষক দেওয়ান আল আমিন, শিক্ষার্থী সাদিয়া মুনি স্বপ্না প্রমূখ। মিলাদ মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সহকারি অধ্যাপক মহাতাব উদ্দিন মন্ডল। অনুষ্ঠানে কলেজের সদস্য, শিক্ষক ,ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: সান্তাহারের সভ্রান্ত পরিবারের সেনাবাহিনীর লেঃ কর্নেল আহসানূল হক ১৯৭৮ সালে ২ সেপ্টম্বর পার্বত্য চট্রগ্রামে কমরত অবস্থায় তৎকালিত শান্তিবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। সরকার ১৯৭৯ সালে তাকে ’ বীর বিক্রম ’ খেতাবে ভুষিত করেন। তার স্বরণে আদমদীঘির সান্তাহার ১৯৯৫ সালে বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক কলেজ প্রতিষ্ঠিত হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.