সান্তাহার পৌর ৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার পৌর ৫নং ওয়ার্ডে যবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে সান্তাহার হার্ভে মোড় এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হোসেন মুক্তার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিখির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি।
বাবু আকন্দের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধন করেন, সান্তাহার পৌর যুবলীগের আহবায়ক মেহেদী হাসান রিগান, প্রধান বক্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিসরুল হামিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিআরএম শাহাজান, পৌর আওয়ামীলেিগর সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারী, রাশেদুল ইসলাম রাজা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জুয়েল রানা, সিহাব আহমেদ, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন.আলাউদ্দিন, স্বপন ঢারী প্রমুখ।
সম্মেলনে মোতালেব হোসেন মুক্তাকে সভাপতি ও বাবু আকন্দকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পৌর ৫নং ওয়ার্ড যুবলীগের তিন বছর মেয়াদী আংশিক কমিটি ঘোষনা করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.