সান্তাহার পৌরসভার ৩৩ কোটি টাকার বাজেট ঘোষনা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৩৩ কোটি ৬১ লাখ ৬৫ হাজার ১৬০ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ জুন) বেলা ১২টায় সান্তাহার পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন বাজেট অধিবেশনের সভাপতি পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ১৬ কোটি ২ লাখ ৫৬০ টাকা এবং উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে ১৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা। ঘাটতি হয়েছে ৯৮ লাখ ৬৭ হাজার ৯১৯ টাকা। উন্নয়ন খাতে ১৭ কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৬০০ টাকা আসবে বলে তিনি উল্লেখ করেন।
বাজেট অধিবেশনে যানজট, রাস্তাঘাট সংস্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা, ড্রেন নির্মান বিষয়ে তুলে ধরেন মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র জার্জিস আলম, সান্তাহার খাদ্য শস্য সাইলোর অধিক্ষক শাহরিয়ার তালুকদার ফয়সাল, প্রভাষক আ.ব.ম রবিউল ইসলাম, রতন বসাক, সাংবাদিক খায়রুল ইসলাম, পৌরসভার অবসরে যাওয়া নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মেহেদী হাসান প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.