সান্তাহার এসএমআই একাডেমির হীরক জয়ন্তী উদযাপনে মিলন মেলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমী (এসএমআই) উচ্চ বিদ্যালয়ের ৮৩ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য হীরক জয়ন্তী অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। সকাল ৯টায় অনুষ্ঠানের শুভ উদ্ধোধন ঘোষণা করেন হীরক জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।
এরপর এসএমআই চত্বর থেকে আনন্দ র‌্যালি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠে এসে শেষ করা হয়। র‌্যালীতে বিদ্যালয়ের হাজারো প্রাক্তণ শিক্ষার্থীরা অংশ নেয়।
দুপুরে প্রাক্তন শিক্ষার্থী শখের পল্লীর স্বত্বাধিকারি ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কাজী মোখলেছুর রহমান, হীরক জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব এ্যাড: এস.এম শামীম আছাদ বেলাল, হীরক জয়ন্তীর স্মরণিকা প্রকাশনার উপ-কমিটির আহবায়ক শাহজাহান আলী, সমন্বয়ক জালাল উদ্দীন, শিক্ষার্থী পুষ্পা ছেত্রী, নাছিমা বানু, আহম্মদ আলী সরদার, আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন. সান্তাহার পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু, ব্যবসায়ী এসএম আখতারুজ্জামান মিঠুৃ, এসএমআই একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম, এসএমআই একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরসেদা খানম প্রমুখ।
‘গগনে উঠেছে আজি নতুন রবি। এসো বন্ধু, অনাবিল আনন্দে মাতি সবি’ প্রতিপাদ্যাকে সামনে রেখে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতা শিল্পী গোষ্ঠি এন্ড মিউজিক্যাল ব্র্যান্ড।
উল্লেখ্য, সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমী (এসএমআই) উচ্চবিদ্যালয়টি ১৯৪২ সালে সান্তাহার পৌরসভার পশ্চিম অংশের শেষ সিমানায় প্রতিষ্ঠিত হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.