সান্তাহার ইসলামিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের নবীন ও পুরস্কার বিতরণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে সান্তাহার পৌরসভার পুরাতন বাজার এলাকায় ওই মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপাতি বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, শিক্ষক এএফএম মমতাজুর রহমান, মনছুর রহমান, জালাল উদ্দীন, মোশাররফ হোসেন, মাদ্রাসার দশম শ্রেনীর ছাত্র আল আমিন ও আলিফ হোসেন প্রমুখ।
মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ এবং বার্ষিক পরিক্ষায় উত্তীর্ণ ১ থেকে ১০ রোল করা পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে মেধা পুরষ্কার প্রদান করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.