আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:আদমদীঘির সান্তাহার থেকে ৪৫ পিস নেশার এ্যাম্পল (ইনজেকশন) সহ মিলন শেখ (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সান্তাহার কলসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিলন শেখ সান্তাহার কলসা ঈদগাহ মাঠ এলাকার কামাল হোসেন শেখের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সান্তাহার পৌরসভা এলাকায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান কালে সান্তাহার কলসা ঈদগাহ মাঠ এলাকায় বেচাকেনার সময় মিলন শেখকে আটক করা করার তার হেফাজত থেকে ৪৫ পিস নেশার এ্যাম্পল উদ্ধার করা হয়। এসময় অজ্ঞাত কয়েকজন মাদক কারবারি পালিয়ে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক অঅইনে নিয়মিত মামলা রুজু করে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.