সান্তাহারে ৩৩ পিস এ্যাম্পুলসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে নেশার ৩৩ পিস এ্যাম্পুলসহ জুয়েল হোসেন (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ।
গ্রেফতারকৃত জুয়েল হোসেন সান্তাহার ইয়ার্ড কলোনীর তোতা মিয়ার ছেলে।
শুক্রবার রাত সাড়ে ৮টায় সান্তাহার পৌরসভার হার্ভে সরকারী বালিকা উচ্চবিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে টিএসআই মেহেদী হাসান বাদি হয়ে থানা মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনীর হার্ভে সরকারী বালিকা উচ্চব্যিালয় এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩৩ পিস এ্যাম্পুলসহ জুয়েল হোসেনকে গ্রেফতার করে। পরদিন শনিবার গ্রেফতারকৃত জুয়েল হোসেনকে আদারতে পাঠানো হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.