সান্তাহারে স্বামী স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার হেরোইন এ্যাম্পল ও ইয়াবা উদ্ধার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা আদমদীঘির সান্তাহার থেকে এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার ও তাদের নিকট থেকে হেরোইন, ইয়াবা ও নেশার ইনিজেকশান উদ্ধার করেছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতার করে সন্ধ্যায় আদমদীঘি থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলো সান্তাহার চা-বাগান এলাকার নজরুল ইসলাম নজু (৫৫) তার স্ত্রী রহিমা বেগম ওরফে শুটকি (৪৫) ও কালামের ছেলে মিনহাজ হোসেন (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক শামসুল আলম বিটিসি নিউজকে জানান, উল্লেখিত তিনজন এলাকার পেশাদারি মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে বেশ কয়েক দফায় তাদের মাদকসহ গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। তারা জামিনে মুক্তি পেয়ে ফের এ পেশায় নিয়োজিত হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে নজরুল ইসলাম নজু, রহিমা বেগম শুটকি ও মিনহাজের বাড়িতে মাদকদ্রব্য বিক্রিকালে তাদের হেফাজত থেকে ৪০পিস নেশার এ্যাম্পল, ৭০পিস ইয়াবা ও ১শত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.