সান্তাহারে স্টার হোটেলে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার স্টার হোটেলে হামলা অগ্নিসংযোগে লুটপাট ঘটনায় ১০জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে স্টার হোটেলের স্বত্বাধিকারি ফিরোজ হোসেন বাদি হয়ে এই অভিযোগ করেন।
বাদি ফিরোজ হোসেনের থানায় দেয়া লিখিত অভিযোগে বলা হয়, তিনি সান্তাহার স্টার হোটেলটিতে সুনামের সাথে ব্যবসা করে আসছিলেন। পাশের বিসমিল্লাহ হোটেলের স্বত্বাধিকারি ইমরানসহ কয়েকজনের সাথে ব্যবসায়িক বিরোধ চলে।
এর জের ধরে গত ৫ আগষ্ট বিকেলে ইমরানসহ তার প্রায় শতাধিক লোকজন অসৎ উদ্দেশ্যে লাঠি সোডা, রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক স্টার হোটেলে ঢুকে পড়ে। এসময় কর্মচারি বাধা দিলে তাকে মারধরে আহত করে হোটেলে থাকা চেয়ার, টেবিল, সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে এসি ফ্রিজ, টিভি,খাবার তৈরীর কাঁচা মালামাল লুটপাট করে নিয়ে যায় এবং পরদিন হোটেলের পিছন অংশ দখল করে নেয়। যার ক্ষতির পরিমান কোটি টাকা বলে স্টার হোটেলের স্বত্বাধিকারি ফিরোজ হোসেনের দাবী।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী লিখিত অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ট তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.