সান্তাহারে সার্বজনীন মন্দিরে চার মূর্তি ভাংচুর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে মন্দিরের চার মূর্তির মাথা ভাংচুর করেছে দৃর্বত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে সান্তাহার হাউজিং কলোনীর এস্টেট সার্বজনীন দুর্গা মন্দিরে রাখা লক্ষী, কালি শিব ও সরস্বতী মূর্তির মাথা ভাংচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ শনিবার দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি এলাকায় তোলপাড়ের সৃষ্টি করেছে।

সান্তাহার হাউজিং এস্টেট সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি চঞ্চল কুমার কুন্ডু বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, গতকাল শুক্রবার মন্দিরে প্রতিদিনের মতো পূজাপাবন করার পর রাতে বন্ধ করা হয়। গভীর রাতে কেবা কারা মন্দিরের গেট খুলে লক্ষী, শিব, কালি ও সরস্বতী প্রতিমার মাথা ভেঙ্গে দিয়ে যায়। পরে প্রতিমা গুলো বিসর্জন দেয়া হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বিষয়টি তদন্ত করে প্রতিমা ভাংচুরের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.