সান্তাহারে বিকাশ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই মামলায় এক যুবক গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে বাড়ি ফেরার পথে মিজানুর রহমান (অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল সেনা সদস্য) বিকাশ এজেন্ট ব্যবসায়ীর পথরোধ করে টাকা, মোবাইল ফোনসহ সর্বস্ব ছিনতাই মামলায় পুলিশ বাঁধন (২২) নামের এক যুবককে সন্দেহজনক ভাবে গ্রেফতার করেছে।
সোমবার (১০ জুন) রাতে আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। বাঁধন ওই গ্রামের আলিমুদ্দিন চয়েনের ছেলে।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার মালশন গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিকাশ এজেন্ট ব্যবসায়ী মিজানুর রহমান গত ২২ মে সান্তাহার গোল চত্বরের দক্ষিনে তার বিকাশ এজেন্ট ব্যবসা প্রতিষ্ঠানে সারাদিন লেনদেন করার পর রাত ১০ টার প্রতিষ্ঠান বন্ধ করে মোবাইল ফোন ও লেনদেনের টাকাসহ মোটরসাইকেল যোগে মালশন গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন।
তিনি সান্তাহার পাওয়ার প্লান্টের নিকট পৌঁছিলে কয়েকজন ছিনতাইকারি তার মোটসাইকেলে গতিরোধ করে ব্যবসায়ী মিজানুর রহমানকে এলোপাথরী ভাবে ছুরিকাঘাত করে ক্যাশের ২ লাখ ৮০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন, সোনালী ব্যাংকের চেকবহিসহ প্রায় তিন লাখ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত মিজানুর রহমানকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় মিজানুর রহমান নিজেই বাদি হয়ে আদমদীঘি থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।
এ মামলায় সোমবার রাতে বাঁধনকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্তকারি ফাঁড়ির উপ পরিদর্শক মেহেদী হাসান জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.