সান্তাহারে বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদের সাথে রাজশাহী বিভাগীয় কমিটির মত বিনিময়

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বাঁশফোর হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে সান্তাহার হরিজন সম্প্রদায়ের নেতৃবর্গের সাথে রাজশাহী বিভাগীয় বাঁশফোর হরিজন কল্যাণ কার্যনির্বাহি পরিষদ নেতৃবর্গের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বেলা ১১ টায় সান্তাহার শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজে চত্বরে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, শ্রী দীপক বাঁশফোর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাঁশ ফোর হরিজন কল্যাণ পরিষদ রাজশাহী বিভাগীয়় কমিটির সাধারণ সম্পাদক শ্রী রতন বাঁশফোর, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজু কুমার বাঁশফোর, উপদেষ্টা মন্ডলী সদস্য শিবু জান বাঁশফোর, সান্তাহার বাঁশফোর হরিজন কল্যাণ সমিতির সভাপতি গঙ্গা বাঁশফোর, সহ-সভাপতি রাজন বাশফোর, সাংগঠনিক সম্পাদক শ্রী স্বপন বাঁশফোর, শ্রীকালা বাঁশফোর, শ্রী সজলী বাঁশফোর।
এছাড়াও সুধী সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল আলম প্রমুখ।
সভায় হরিজন সম্প্রদায় কল্যান পরিষদের গঠনতন্ত্র ও নীতিমালা তৈরী নিয়ে বিশদ আলোকপাত করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.