সান্তাহারে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় সান্তাহার জংশন স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উত্তর গোপালপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাসুদ রানা (৩৬) ও তার স্ত্রী সাথী আক্তার (২৮)। এব্যাপরে সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজের আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনের একটি বগিতে যাত্রী বেশে স্বামী স্ত্রী দুজনে কৌশলে তারা শরীরে ও ভ্যানেটি ব্যাগে মাদক বহন করে নিয়ে ঢাকার উদ্যেশ্যে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে ট্রেনটি সান্তাহার স্টেশনে রাত সাড়ে ১১টায় পৌছালে তল্লাশি চালিয়ে উক্ত পরিমান মাদকসহ দম্পতি গ্রেফতার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.