সান্তাহারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখার গ্রাহক লেনদেন বন্ধ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: অর্থনৈতিক সংকটের কারনে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভায় অবস্থিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখার সকল প্রকার গ্রাহক লেনদেন বন্ধ রয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ আর্থিক লেনদেন বন্ধ করে দেয়ার ফলে বিপাকে পড়েছেন প্রায় তিন হাজার গ্রাহক।
রোববার বহুসংখ্যক গ্রাহক ব্যাংক গিয়ে টাকা উত্তোলন করতে না পেরে বিপাকে পড়েছেন।
রোববার ও সোমবার গিয়ে দেখা যায়, উল্লেখিত ব্যাংক শাখায় শাখা ব্যবস্থাপক, দুইজন কর্মকতা ও একজন পিয়ন দিয়ে চলছে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম। ক্যাশ শাখায় কোন কর্মকর্তা-কর্মচারী নেই। অনেক গ্রাহক টাকা উত্তোলন করতে এসে না পেয়ে ক্ষুদ্ধ হয়ে ব্যাংক থেকে ফিরে যাচ্ছেন।
ব্যাংক কর্তৃপক্ষ জানান, সান্ত্াহার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শাখায় প্রায় তিন হাজার গ্রাহক রয়েছে। এ সকল গ্রাহকের মধ্যে সেভিংস, কারেন্ট ও এফডিআর গ্রাহক রয়েছে।
ব্যাংকের কয়েকজন গ্রাহক অভিযোগ করে জানান, তারা ব্যাংকে টাকা উত্তোলনের জন্য কয়েকদিন ধরে ঘুরছেন কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাদের টাকা দিতে পারছেন না। কবে তারা টাকা পাবেন এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ কোন সদুত্তোরও দিচ্ছেননা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সান্তাহার শাখার ব্যাবস্থাপক জাহাঙ্গির কবির বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে ব্যাংকের আর্থিক সংকটের কারনে গ্রাহকদের টাকা দেয়া সম্ভব হচ্ছে না। কিয়েকটি ব্যাংককে একত্রিভুক্ত করার প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে গ্রাহকদের টাকা দেয়া সম্ভব হতে পারে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.