সান্তাহারে পুলিশি তৎপরতা জোড়দার : আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি হচ্ছে


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার পৌরসভা এলাকায় কিছুদিন আগেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে মদ, গাঁজা. ইয়াবা বিক্রি, সেবন, বোডিংয়ে নারী ব্যবসা, জুয়া খেলা, চুরিসহ নানা অপরাধ প্রবনতা বৃদ্ধি সংক্রান্ত একাধিক পত্রিকায় খবর প্রকাশিত হওয়ায় পর পুলিশের তৎপরতা জোড়দার হওয়ায় বর্তমানে মাদক, চুরি ও অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধ প্রবনতা কমে আসায় এখন ক্রমেই আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরে আসছে।

বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়ার নির্দেশনায় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ও সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনিছুর রহমানের নেতৃত্বে ফোর্সসহ সকাল থেকে রাত ব্যাপি তাদের বিভিন্ন কৌশলগত অভিযান, ব্যাপক তৎপরতা ও টহল জোড়দার শুরু করেন।

অভিযানে আইনশৃংখলা বাহিনী মাদক উদ্ধার, চিহিৃত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও বিভিন্ন বোডিংয়ে অভিযান চালিয়ে বোডিং ম্যানেজার, যৌনকর্মি ও খদ্দেরদের গ্রেপ্তার করেন।

পুলিশের সাঁড়াশি অভিযানের কারনে সান্তাহার পৌর শহরে মাদক, বোডিংয়ে নারী ব্যবসা, ছিচকে চুরিসহ নানা অপরাধ প্রবনতা নিয়ন্ত্রনে এসেছে এবং আইনশৃংখলা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।

ফলে পৌরবাসি আগের তুলনায় অনেকটাই স্বস্তিতে রয়েছেন বলে স্থানীয় বাসিন্দা বাবু, তৌহিদুল, মনছুর, আবুলসহ অনেকের দাবী। এদিকে ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান শারদীয় দুর্গাপূজা উৎসব শন্তিপূর্ন ভাবে পালনে সার্বিক সহযোগীতাসহ এলাকার আইনশৃংখলা পরিস্থিতি উন্নীত করায় ভুমিকায় পূজা উদযাপন পরিষদের নেতৃবর্গ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, পুলিশি তৎপরতায় বিপুল মাদক উদ্ধার মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার ও বোডিংয়ে অভিযান চারিয়ে ম্যানেজার, নারীসহ প্রায় ২৫জনকে গ্রেপ্তার করা হযেছে। এ অভিযান অব্যাহত চলবে।

সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, অগের তুলনায় গত কয়েক দিনের পুলিশের তৎপরতায় সান্তাহার পৌর শহরের আইনশৃংখলা পরিস্থিত উন্নতির দিকে যাওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এমন থাকলে এখানে অপরাধ প্রবনতা বৃদ্ধি পাবেনা।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.