সান্তাহারে নৌকার নির্বাচনি ক্যাম্পে হামলা ভাংচুর অগ্নিসংযোগ মামলায় শ্রমিকদল নেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিকের নির্বাচনি অস্থায়ী ক্যাম্পে হামলা অগ্নিসংযোগ ও ভাংচুর সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইন মামলার এজাহাভুক্ত আসামী পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন সরদার গল্টু (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ ।

আজ বুধবার (১৩ জানুয়ারী) দুপুরে আদমদীঘির পোওতা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামছুদ্দিন সরদার গল্টু উপজেলার নামা পোওতা গ্রামের কোফরা সরদারের ছেলে।
প্রকাশ, আদমদীঘির সান্তাহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থি আশরাফুল ইসলাম মন্টুর বশিপুর আদর্শপাড়ায় অবস্থিত অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে গত রবিবার (১০ জানুয়ারী) রাতে বিএনপির ধানের শীষ সমর্থিত মেয়র প্রার্থি তোফাজ্জল হোসেনের পক্ষের ৫০/৬০জন নেতাকর্মি নৌকা প্রতিকের ওই নির্বাচনে ক্যাম্পে অর্তকিত হামলা চালিয়ে ভাংচুর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সম্বলিত নৌকা প্রতিকের পোষ্টার ছেঁড়া ও অগ্নিসংযোগে পুড়ে ফেলা ঘটনায় গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারী) আদমদীঘি থানায় মেয়র প্রার্থি আশরাফুল ইসলাম মন্টু বাদি হয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান টিকন, শামছুদ্দিন সরদার গল্টুসহ ৪৭ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনিছুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে শামছুদ্দিন সরদার গল্টুকে গ্রেফতার বিষয় নিশ্চিত করেন। ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.