সান্তাহারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল ১৬ খড়ের পালা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে কৃষকের ২০ বিঘা জমির ১৬টি খড়ের পালা আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে উপজেলার সান্তাহার মালশন পশ্চিমপাড়া গ্রামের এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলে আস্তে আস্তে খড় পুড়ে নষ্ট হয়।
আদমদীঘির মালশন পশ্চিমপাড়া গ্রামের সেলিম হোসেন, বাবুর আলী, আক্কাস আলী ও নুর উদ্দীন জানায় তারা সকলে ওই গ্রামের পাশে চকরবর্তী পুকুর পাড়ে গরুকে খাওয়ানোর জন্য ২০ বিঘা জমির খড় ১৬টি পালা বা স্তপ করে রাখেন।
শনিবার দিবাগত গভীর রাতে কে বা কারা শত্রæতা করে ওই ১৬টি খড়ের পালায় অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। রাতেই খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা প্রায় ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করলেও সমস্ত খড় আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা জানায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বিটিসি নিউজকে জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.