সান্তাহারে দুই দিনের ব্যবধানে ফের চুরি সংঘটিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে রাধা মাধব মন্দিরে চুরির ঘটনার মাত্র দুই দিনের ব্যাবধানে ফের একটি হিন্দু মহিলার বাড়িতে চুরি সংঘটিত হয়েছে।

চোরেরা সান্তাহার পৌর এলাকার পুরাতন বাজারের কান্তি রাণী নামের ওই মহিলার টিনের ঘরের বেড়া উপড়ে ফেলে ঘরে প্রবেশ করে স্বণালংকার টিভি মোবাইলসহ প্রায় ৭০হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে এখনও থানায় মামলা হয়নি। এ ঘটনার দুইদিন আগে গত ১২ এপ্রিল রাতে সান্তাহার রথবাড়ি রাধা মাধব মন্দিরে প্রতিমাসহ বিপুল মালামাল চুরির ঘটনা ঘটে।

বাড়ির মালিক কান্তি রাণী বিটিসি নিউজকে জানায় আজ সোমবার ভোর ৬টায় তিনি প্রতিদিনের ন্যায় হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান।

এ সুযোগে চোরেরা টিনের ঘরের বেড়া উপড়ে ফেলে ঘরে প্রবেশ করে ১টি এলইডি (টিভি), মোবাইল ফোন, ১টি সোনার চেইন, কানের দুল, ভোটার আইডি কার্ড ও বেশ কিছু কসমেটিক্স সামগ্রী চুরি করে নিয়ে যায়।

প্রায় আধাঘন্টা হেটে বাড়ি ফিরে দেখেন তার শয়ন ঘরের টিনের বেড়া উপড়ে ফেলা হয়েছে। ঘরে প্রবেশ করে দেখেন উল্লেখিত মালামাল চুরি হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পুলিশ পরিদর্শক আনিছুর রহমান বিটিসি নিউজকে জানান এখনও কেউ তাকে বিষয়টি জানাননি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান।#

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.