সান্তাহারে ট্রেনে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ আন্ত:নগর ট্রেনে তল্লাশি করে ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ নজিবুল ওরফে বঙ্গিম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবরা উত্তর রসুলপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১১ টায় ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি থেকে এসব ফেনসিডিল উদ্ধারসহ বঙ্গিমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় মামলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজের আলী বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ট্রেনে মাদক বিরোধী চলমান আভিযানে অংশ হিসাবে গতকাল সোমবার রাতে ট্রেনে কর্তব্যরত পুলিশ ঢাকাগামী আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে যাত্রী বেশে বসে তাকা নজিবুল ওরফে বঙ্গিম নামের ওই ব্যক্তির কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এসময় তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.