সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, গ্রেফতার-১


আদমীঘি (বগুড়া) প্রতিনিধি: সান্তাহার রেলওয়ে স্টেশনে অনলাইনে ট্রেনের টিকিট কিনে কালোবাজারী করে উচ্চ দামে বিক্রির অপরাধে আকতারুজ্জামান নামের এক কালোবাজারীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। তার নিকট থেকে তিনটি ট্রেনের টিকিট জব্দ করা হয়।
বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় তাকে সান্তাহার স্টেশন থেকে গ্রেফতার করা হয়।
সে আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামের বাসিন্দা ও সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত সোহাগ পেপার হাউজ দোকান মালিক। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র ট্রেনের টিকিট কালোবাজারীর করে যাত্রী সাধারণের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতো।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় সান্তাহার রেলওয়ে স্টেশনে আকতারুজ্জামান নামের ওই কালোবাজারী ট্রেনের অনলাইনের টিকিট নিজে কিনে যাত্রীদের কাছে কালোবাজারীর মাধ্যমে বেশি দামে বিক্রি করা কালে তাকে তিনটি ট্রেনের টিকিটসহ গ্রেফতার করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি মোক্তার হোসেন জানান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.