সান্তাহারে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার নাটোর সড়কে পাথর বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিরাজুল ইসলাম (৪৫) নামের মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। মিরাজুল ইসলাম পাবনা জেলার বেড়া উপজেলার থাকছাড়া গ্রামের মতিবর রহমানের ছেলে। তিনি গ্রামীন ব্যাংক নওগাঁ জোনে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার বেলা ১০টায় আদমদীঘির ছাতনী ঢেকড়া মোরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে আদমদীঘি থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে ওসি জালাল উদ্দীন জানান।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, বৃহস্পতিবার সকালে এনজিও কর্মী মিরাজুল ইসলাম উক্ত সড়কে মোটরসাইকেল যোগে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। তিনি ছাতনী ঢেকড়া মোরে পৌঁছিলে ঘন কুয়াশার কারনে বিপরীত মুখি ঢাকা মেট্রো-ট-২৪-১৩৭৭ নম্বরের একটি পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিরাজুল ইসলাম ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। চালক ও হেলপাড় পালিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.