সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তুহিন (১৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সে নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের শিমুল হোসেনের ছেলে।
রোববার (২৮ জুলাই) দিবগাত রাত ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের সান্তাহার হবিরমোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চালক ও হেলপার পালালেও পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোবাবার রাতে সান্তাহার পৌরসভার একটি বাসায় তুহিন গৃহনির্মান শ্রমিকের কাজ শেষে তার মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে আদমদীঘির সান্তাহার পৌরসভার হবিরমোর নামক উল্লেখিত স্থানে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী আম বোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক মেহেদী হাসান জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.