সান্তাহারে টাকা সরঞ্জামসহ পাঁচ জুয়াড়ি গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় নগদ টাকা সরঞ্জামসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার মালগুদাম চামড়াপট্রি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার নতুন বাজার হটাৎপাড়ার খলিলের ছেলে ফিরোজ হোসেন (৩০). ফজলুর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৩৫), উপড় পোওতায় মন্টুর ছেলে রবিন (৩৩), ইয়ার্ড কলোনীর হারান মহন্তের ছেলে রবিনাথ (২৭) ও সান্তাহার আমবাগান এলাকার মতিউর রহমানের ছেলে জনি (২৫)। এ সময় তাদের নিকট থেকে জুয়া খেলার নগদ ১ হাজার ৯৪০ টাকা, এক ব্যান্ডিল তাস ও প্লাষ্টিকের চট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর সান্তাহার পৌরসভার মালগুদাম চমড়াপট্রি জনৈক অধিরের দোকানের সামনে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ওই স্থানে ফোর্সসহ অভিযান চালিয়ে উল্লেখিত ৫জন জুয়াড়িকে গ্রেফতার ও সরঞ্জাম উদ্ধার করে। এসময় বেশ কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.