আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার ফাঁড়ি পুলিশ একুশ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ সঞ্চয় কুমার রায় (৩৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে তাকে সান্তাহার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সঞ্চয় কুমার রায় নওগাঁ সদরের নতুন সাহাপুর এলাকার রতন রায়ের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সান্তাহার পৌরসভা এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে উপ পরিদর্শক বকুল হোসেন ফোর্সসহ ওই স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারি সঞ্চয় কুমার রায়কে আটক করে। এরপর তার শরীর তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে ওইদিন বিকেলে আদালতে প্রেরন করা হয়েছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.