সান্তাহারে অবৈধ লটারির টিকিট বিক্রি কালে চারজনের জেল জরিমানা


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: নওগাঁর তাঁতবস্ত্র ও ক্ষুদ্র কুঠির শিল্প মেলার প্রবেশ পত্রের নামে অবৈধ ভাবে লটারির টিকিট বিক্রি কালে চারজনের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়।
গতকাল বুধবার (১৫ জুন) রাত ৮টায় সান্তাহার পুর্বাশা সিনেমা হল চত্বরে ভ্রাম্যমান আদালত এই রায় প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত বুধবার রাতে আদমদীঘির সান্তাহার পুর্বাশা সিনেমা হল চত্বরে নওগাঁর তাঁতবস্ত্র ও ক্ষুদ্র কুঠির শিল্প মেলার প্রবেশ পত্রের নামে মাইকিং করে অবৈধ ভাবে লটারির টিকিট বিক্রি কালে ভ্রাম্যমান আদালত ওই স্থানে অভিযান চালান।
অভিযানে চারজনকে আটকসহ টিকিট বিক্রির গাড়ি ও লটারির টিকিট জব্দ করেন।
আটককৃতদের মধ্যে নওগাঁ সদরের শোলগাছীর তসলিম উদ্দিনের ছেলে সিদ্দিক হোসেনকে ৫ দিনের বিনাশ্রম জেল, খলায়জরির শাহিন হোসনের ছেলে শাহজাহান আলী ও জয়পুরহাট জেলার ভাতছারের আব্দুর রশিদের ছেলে সোহেল হোসেনকে ৭ দিনের করে বিনাশ্রম জেল এবং বগুড়ার আদমদীঘির দূর্গাপুর গ্রামের খোকনের ছেলে জাহিদুলকে ২ দিনের বিনাশ্রম জেল ও প্রত্যককে ১শত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.