সান্তাহারে অপহৃত স্কুল ছাত্রী দুই মাস পর ঈশ্বরদী থেকে উদ্ধার, একজন গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার থেকে অপহৃত এক স্কুল ছাত্রী (১৬) দুই মাস পর ঈশ্বরর্দী থেকে উদ্ধার এবং মুল অপহরণকারি আশিকুজ্জামান ওরফে অনর্ব (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনা জেলার ঈশ্বরদী ইপিজেড এলাকা থেকে উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশিকুজ্জামান ওরফে অনর্ব পাবনা জেলার ঈশ্বরদী যুক্তিতলা দক্ষিনপাড়ার খালেকুজ্জামানের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, সান্তাহার পৌরসভার সাঁতাহার এলাকার সুমন প্রামানিকের মেয়ে ১০ম শ্রেনির স্কুল ছাত্রী ঈশ্বরদী তার নানা বাড়ি থেকে পড়াশুনা করতো। সেখানে আশিকুজ্জামান ওরফে অনর্ব ওই ছাত্রীকে উত্যক্তসহ নানা কু-প্রস্তাব দিত। এর এক পর্যায়ে গত ১০ মে বেলা সাড়ে ১১ টায় আসামী আশিকুজ্জামান ওরফে অনর্ব তার সহযোগিদের নিয়ে ওই ছাত্রীকে সান্তাহারের সাঁতাহার বাসা এলাকা থেকে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে গত ৪ জুন আদমদীঘি থানায় আশিকুজ্জামান ওরফে অনর্বকে আসামী করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
এদিকে গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব ফোর্সসহ বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী ইপিজেড এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও মুল অপহরণকারি আশিকুজ্জামান ওরফে অনর্বকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা ও জবানবন্দী গ্রহন এবং গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.