সাধারন পথচারিদের মাঝে বাগেরহাটে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বাস টার্মিনাল এলাকায় যাত্রি , শ্রমিক ও সাধারন পথচারিদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জুন) দুপুরে বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বাগেরহাট আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর তালুকদার আব্দুল বাকীর তত্ত্বাবধায়নে ও বাবু মনির পরিচালনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।
৬নং ওয়ার্ড কাউন্সিলর তালুকদার আব্দুল বাকী বলেন, বাগেরহাটে তীব্র তাপদাহের কারনে পথচারি, শ্রমিক ও যাত্রী সাধারন যাতে অসুস্থ হয়ে না পড়ে সে জন্য বাগেরহাট -২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নির্দেশনায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হচ্ছে।
চল্লিশ বছরের রিক্সা চালক তোতা মিয়া বলেন, এই তীব্র তাপদাহে বিশুদ্ধ খাবার পানির সাথে স্যালাইন, আমাদের মত খেটে খাওয়া মানুষের কাছে যেন অমৃত।
তালুকদার পবিবহনে খুলনা গামী যাত্রী মোর্শেদা আক্তার বলেন, তীব্র তাপদাহে এমপি সাহেব নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আমি এ উদ্যোগকে স্বাগত জানাই। তবে এটা চলমান থাকলে খেটে খাওয়া সাধারন মানুষ উপকৃত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.