সাদুল্লাপুরে নববিবাহি যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় নববিবাহিত হাফেজ রাজিব (২৫) নামে এক  যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলান্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার( ২৮ ডিসেম্বর) সকালে  উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের তারফ-আল গ্রাম থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত রাজিব তরফ আল  গ্রামের  আসরাফুল ইসলামের  ছেলে।
কি কারণে সে আত্নহত্যা করেছে তা জানা সম্ভব হয়নি। এলাকাবাসীর ধারনা সে  কারও উপর অভিমান করে এ কাজ করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.