সাত সকালে নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ধ্বস্ (ভিডিও)

নদীয়া (ভারত) প্রতিনিধি: ফের একবার বড়সড় দূর্ঘটনা থেকে রক্ষা পেল, সাধারণ মানুষ। এ দিন সকালে নদীয়ার নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ধ্বস দেখা দেয়।
উল্লেখ্য. সেতুটি তৈরি হয়েছিল ১৯৮২ সালে এবং তার পর থেকে একবারও রেনোভেশন করা হয়নি।
সম্প্রতি ২০২১ সালে রেনোভেশন করা হবে বলে পূর্ত দপ্তর থেকে একটি বোর্ড গত কয়েক মাস আগে লাগানো হয়।
আজ বুধবার (২০ অক্টোবর) সকালে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ফাটল দেখা যায়। ব্রীজের স্প্রিং ভেঙেই এই  বিপত্তি।
বিপর্যস্ত হয়ে পড়ে যানচলাচল, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ।
কৃষ্ণনগর থেকে বর্ধমান যাবার বিভিন্ন গাড়ি রাস্তায় দাঁড়িয়ে যায় সকাল থেকেই শুরু বিভ্রাট হয় যান চলাচল।
দীর্ঘদিন ধরেই গৌরাঙ্গ সেতুর অবস্থা খারাপ কিন্তু হঠাৎ করে আজ ব্রীজের স্প্রিং ভেঙ্গে বসে যায়।
আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন গাড়িচালকরা।
ঘটনার খবর দেওয়া হয় নবদ্দীপ থানায় নবদ্বীপ থানার পুলিশ এসে ভারী জান চলাচল বন্ধ করে দেয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.