সাত মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল নাটোর রাজবাড়ি

নাটোর প্রতিনিধি: করোনা সংক্রমণের কারনে বন্ধ থাকার ৭মাস পর দর্শনার্থীদের জন্য খুলে দেওয়াহয়েছে নাটোর রাজবাড়ি। এখন থেকে আগের নিয়মেই দর্শনার্থীরা এই রাজবাড়িতে টিকিটের বিনিময়ে পরিদর্শন করতে পারবেন। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিতকরেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম।
তিনি জানান, চলতি বছরের মার্চ মাসে দেশে করোনা সনাক্ত হওয়ার পর গত১৯মার্চ থেকে নাটোর রাজবাড়িতে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় জেলাপ্রশাসন। এরপর দীর্ঘ দিন ধরেই বন্ধ ছিল নাটোর রাজবাড়ি।
তবে করোনাপরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে আবারও নাটোর রাজবাড়ি দর্শনার্থীদেও প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.