সাতক্ষীরা প্রতিনিধি: রবিবার (১৩ জুলাই) বিকাল ৪টায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ শোয়াইব আহমেদ এর উপস্থতিতে জেলা নাগরিক কমিটির সদস্যদের সাথে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের সাম্প্রতিক জলাবদ্ধতার কারনে ক্ষতিগ্রস্থ জনপদের মানুষের দুর্দশা লাঘবে প্রশাসনিক উদ্যোগ এবং ভবিষ্যতে গৃহিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সর্বস্তরের নাগরিক সহায়তা কামনা করা হয়।
এছাড়া সাতক্ষীরার বাইপাস সড়ক বর্ধিত করা, ভোমরা বন্দরের উন্নয়ন, সাতক্ষীরার রেললাইন, ক্রীড়া কমপ্লেক্স, স্টেডিয়ামের উন্নয়ন, শিশু বিবাহ প্রতিরোধ, বদ্দিপুর ও মাছখোলা অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে গৃহিত পদক্ষেপসহ বিভিন্ন সামাজিক উন্নয়নে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি নাগরিক উদ্যোগ গ্রহণ ও সার্বিক উন্নয়ন সহযোগিতা করতে বেসরকারি সংস্থাগুলিকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.