সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের মাঝে সদস্য প্রাপ্তি পত্র প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন সদস্যদের চিঠি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, কাজী জামাল উদ্দীন মামুন, আসাদুজ্জামান মধু ও নতুন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সংবাদ এর সম্পাদক শাহ আলম, তৌফিকুজ্জামান লিটু, জি এম সোহরাব হোসেন, আমিনুর রহমান, এড. এবিএম সেলিম, আবু সাঈদ, গাজী ফরহাদ, ইদ্রিস আলী, রোবহান উদ্দীন বুলু, শেখ রেজাউল ইসলাম বাবলু, মুনসুর রহমান, শেখ সিদ্দিকুর রহমান প্রমুখ।
বক্তারা সাংবাদিকদের যে কোন সংকটে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।
সাধারণ সদস্য পদ অর্জনকারী ব্যক্তিরা হলেন, দৈনিক সংবাদ ও নিউ নেশনের জেলা প্রতিনিধি অধ্যাপক আনিসুর রহমান, দৈনিক যুগান্তরের প্রভাষক মুজাহিদুল ইসলাম, দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক শাহ আলম, নির্বাহী সম্পাদক নাসিমা আলম, স্টাফ রিপোর্টার নাসিরউদ্দীন, দৈনিক কালবেলার গাজী ফরহাদ, এনটিভির মোহাম্মদ আলী জিন্নাহ, দৈনিক হৃদয় বার্তার সম্পাদক জিএম মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক আলী মোক্তাদার হৃদয়, সহযোগী সম্পাদক পুস্মিতা খাতুন সিমি, মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, দৈনিক বাংলার আবু সাঈদ, গ্লোবাল টিভির রাহাত রাজা, বাংলা বাজার পত্রিকার আব্দুস সালাম পান্না, দৈনিক একাত্তরের বাংলাদেশের এড. এবিএম সেলিম, ঢাকার ডাক পত্রিকার তৌহিদুজ্জামান লিটু, স্বাধীন মতের আহাদুর রহমান জনি, রুপালী বাংলাদেশের আব্দুল মমিন, আজকের বিজনেস বাংলাদেশের জামালউদ্দীন, ভোরের আকাশের আমিনুর রহমান, খবরের কাগজের নাজমুস সাদাত জাকির, দৈনিক ঘোষণার আজিজুল ইসলাম ইমরান, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকা টাইমসের হোসেন আলী, আজকালের খবরের এস এম তৌহিদুজ্জামান, দৈনিক রানারের শহীদুজ্জামান শিমুল, দৈনিক জনবাণীর রায়হান সিদ্দিকী, গণকণ্ঠের সাইফুল বাশার, যায় যায় কালের আব্দুর রহমান, একুশে সংবাদের সানজিদুল হক ইমন, সমাজের কথার সিরাজুল ইসলাম, নবচেতনার হাসান গফুর, ভোরের চেতনার রমজান আলী, রূপান্তর প্রতিদিনের আব্দুস সালাম, খবর বাংলাদেশের রেজাউল ইসলাম বাবলু, নওরোজ ও কালান্তরের বোরহানউদ্দীন বুলু, দৈনিক অনির্বাণের জিএম সোহবার হোসেন, ভয়েজ অব টাইগারের মিলন কুমার বিশ্বাস, দেশ সংযোগের আমিরুল ইসলাম, আমার প্রাণের বাংলাদেশের নাজমুল আলম মুন্না, মানবাধিকার প্রতিদিনের ওয়াইজ কুরনি, আলোকিত সকালের সেলিম হোসেন, প্রতিদিনের কাগজের ইদ্রিস আলী, আজকালের কন্ঠের আতিয়ার রহমান, প্রজন্ম একাত্তরের সাইফুল আযম খান মামুন, সাপ্তাহিক সূর্য়ের আলো এর মুনসুর রহমান, সাপ্তাহিক চাকরীর পয়গম এর মো. শহীদুল ইসলাম, দৈনিক গণমানুষের আওয়াজ এর মনিরুজ্জমান, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান এর মোস্তাফিজুর রহমান, আধুনিক সংবাদ এর আবু জাফর মো. সালেহ, দৈনিক অগ্রসর এর মো. মোরশেদুল হক, দৈনিক বিকাল বার্তার এসএম শাহনেওয়াজ মাহমুদ বাপি, একুশে নিউজ এর শেখ সিদ্দিকুর রহমান, দৈনিক বিডি খবর এর মো. হাবিবুল্লাহ বাহার, দৈনিক অপরাধ চক্র এর হামিদুল ইসলাম, দৈনিক সাতক্ষীরার সংবাদ এর মাসুদ হাসান মনি, সংবাদ প্রকাশ এর রেজাউল করিম, ঢাকা পোস্ট এর ইব্রাহিম খলিল ও বার্তা টুয়েন্টি ফোর এর মৃত্যুঞ্জয় রায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.