সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২৯ সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধিআজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

কলারোয়া থানা সংলগ্ন কিডস ক্লাব নামের একটি কোচিং সেন্টারের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন:  দুজন ব্যাংকার, একজন লাইব্রেরিয়ান, দুজন শিক্ষক, দুজন ছাত্রী এবং বার জন ছাত্র । এ ছাড়া বাকি দশ জন গৃহিণী।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার লে. মাহমুদুর রহমান বিটিসি নিউজকে জানান, তার নেতৃত্বে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২৯ জনকে আটক করা হয়েছে।

তবে কারা মূল প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত সে বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে আজ শুক্রবার সকাল ১০টায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.