সাতক্ষীরায় আইসিইউ সিস্টেম সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর

সাতক্ষীরা প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ভারত সরকার কর্তৃক প্রদত্ত আইসিইউ সিস্টেম সম্বলিত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির হাতে উক্ত অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।
রাজেশ কুমার রায়না এসময় বলেন, বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। একই মায়ের দুটি সন্তান। ভারত সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। তেমনি বাংলাদেশও ভারতের পাশে রয়েছে। আগামীতেও যে কোনো অগ্রযাত্রায় ভারত বাংলাদেশের পাশে থাকবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই খুদা, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. কাজী আরিফ আহমেদ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. মুকবুল হোসেন (মুকুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.