সাতক্ষীরা প্রতিনিধি:জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর ‘শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচির ফলে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ভারত-বাংলাদেশ আমদানী রপ্তানী বানিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে।
দ্বিতীয় দিনের কর্মসূচিতে আজ রবিবার সকাল থেকে ভোমরা স্থল বন্দর কাস্টমস হাউজের প্রধান ফটক বন্ধ রয়েছে। ভিতরে কর্মকর্তা-কর্মচারীদেরও দেখা পাওয়া যায়নি।
শ্রমিকরা জানায়, গত দুইদিনে ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে আমদানী রফতানীর অপেক্ষায় থাকা অন্তত ৫০০ ট্রাক আটকা পড়েছে। তবে, কাস্টমস এর কর্মকর্তা কর্মচারীদের কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধিমো. সেলিম হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.