সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় তিনটি বিদেশি পিস্তলসহ আসাদুল গাজী নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে দেবহাটার কুলপুকুর মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম বিটিসি নিউজকে জানান, অবৈধ অস্ত্র কেনাবেচার সংবাদে সেখানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়। আসাদুল নামে অপরজনকে আটক করে পুলিশ। পরে তার পরিহিত জ্যাকেট থেকে দুটি এবং প্যান্টের পকেট থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
Comments are closed, but trackbacks and pingbacks are open.