সাতক্ষীরার ডিসি নাজমুল আহসান-এসপি চৌধুরি মঞ্জুরুল কবিরসহ ২৫ জনের নামে তদন্তপূর্বক মামলা নেওয়ার নির্দেশ
সাতক্ষীরা প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান, তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইনামুল হকসহ পুলিশের ১৫ জন ও আওয়ামী লীগের দশ নেতা—কর্মীর নাম উল্লেখ করে বুলডেজার দিয়ে বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলার জন্য এজাহার জমা দেওয়া হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.