সাতক্ষীরায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) সকালে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার সহযোগিতায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) রিপন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। পরে উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার জেলা অফিসার্স ক্লাবে সেমিনারে
 মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ আব্দুর রাজ্জাক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আ.ন.ম নাজমুল উলা প্রমুখ।
সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে মোট ৩৮টি স্টল স্থান পেয়েছে। এ সময় প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রাসেল মাহমুদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.