সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ

সাতক্ষীরা প্রতিনিধি: কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সাতক্ষীরা খুলনা রোড মোড় অবরোধ করেছেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করে কোটা বাতিলের দাবিতে শ্লোগান দেন।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১২ দিকে খুলনা মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।
সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। অথচ দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় আমাদের অনেক ভাই ও বোনেরা আহত হয়েছে৷ তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানাই।
অবরোধের ফলে খুলনা রোড মোড়ের তিন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.